গত ১লা জুলাই, ২০২২ ইং তারিখে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের স্প্রিং সেমিস্টার ২০২২ এর অনার্স (সম্মান) এবং মাস্টার্সের পাসিং আউট শিক্ষার্থীদের মনোগ্রাফের ভাইভা অনুষ্ঠিত হয়েছে।ভাইভার পরে শিক্ষার্থীদের নিয়ে একটি সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান অধ্যাপক শামসুন নাহার এবং বিভাগের শিক্ষকমন্ডলী বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। একটি সুন্দর এবং চমৎকার আয়োজনের মাধ্যমে সকলকে অভিবাদন জানানো হয়।অধ্যাপক শামসুন নাহার তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, “দোয়া এবং ভালোবাসা রইল তোমাদের সকলের প্রতি। নিজ নিজ কর্মদক্ষতা এবং সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান পরিবারের এই দীর্ঘ পথচলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবনের সকল ধরণের সাফল্যের উচ্চশিখরে নিজেকে প্রতিষ্ঠিত কর। ইনশাল্লাহ মহান আল্লাহ তায়ালা তোমাদের সহায় হবেন।”
সবাই একসাথে খাদ্য গ্রহণের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।