চীনা ভাষা ও সংস্কৃতি এবং ভাষা শেখার গুরুত্ব, সম্ভাবনা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে শান্ত-মারিয়াম হোংহে কনফুসিয়াস ক্লাসরুম। আজ ১৫ এপ্রিল মধ্যাহ্নে এসএমইউসিটি অডিটোরিয়ামে ” Chinese Language: A Gift Across Time and Space” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, হিউম্যানেটিজ অ্যান্ড স্যোশাল সায়েন্সের ডিন ও বাংলা ডিপার্টমেন্টের উপদেষ্টা বরেণ্য শিক্ষক ও সাহিত্যিক প্রফেসর ড. সৈয়দ আজিজুল হক, রেজিষ্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান ও শান্ত-মারিয়াম হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের চায়নিজ ডিরেক্টর অ্যাসিস্টেন্ট প্রফেসর
Zhang Xi সহ শান্ত-মারিয়াম হোংহে কনফুসিয়াস ক্লাসরুম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্ত-মারিয়াম হোংহে কনফুসিয়াস ক্লাসরুমের শিক্ষক Amy Zhong এর প্রাণবন্ত সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে চায়নার ঐতিহ্যবাহী বিভিন্ন স্বাদের চা পরিবেশন ও চায়নিজ বর্ণমালাসহ চায়না ভাষায় লেখা বিভিন্ন শব্দ ও বাক্য দৃষ্টিনন্দন বিভিন্ন অলংকরণে উপস্থাপন করা হয়। অতিথিবৃন্দ চায়না ভাষার গুরুত্ব, সম্ভাবনা ও এই অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।



