শুধু উচ্চ শিক্ষাই নয়, মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ গড়ার প্রত্যয়ে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়।
শান্ত- মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র সম্মানীত চেয়ারম্যান (বিওটি ) শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক স্যারের পরামর্শে এবং প্রাক্তন ও বর্তমান ছাত্র- ছাত্রীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , কর্মকর্তা, কর্মচারীসহ সংলিষ্ট সকলের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফলে গত ১ জুলাই ২০২২ তারিখে সিলেটের ১ নং জালালাবাদ( উপজেলা) , ২ নং হাটখোলা ,৭ নং মোগলগাঁও , এবং ৮নং কান্দিগাও ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থানে বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে, পুলিশ কমিশনার জনাব মো: নিশারুল আরিফ সাহেব , উপ-কমিশনার জনাব মো বাহার আলী শেখ , পিপিএম এবং জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। তাদের সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
আশা করি ভবিষ্যতেও শান্ত – মারিয়াম বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে কাজ করে মানবতার মর্যাদাকে সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে।