আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ডাকে উদ্বুদ্ধ হয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের সশস্ত্র লড়াই শুরু করে নিরস্ত্র মুক্তিকামি বাঙালি। সারাদেশব্যাপী অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে দিনটিকে উদযাপন করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ১নং ভবনে ২৫শে মার্চ রাতে সৃজনশীল পরিবেশনা ও মোমবাতি প্রজ্জ্বালন করা হয় এবং ২৬শে মার্চ ভোরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিশু-কিশোর এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সকলে। এবারের অনুষ্ঠানকে আরো তাৎপর্যময় করতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) নাসির উদ্দিন-কে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর শামসুন নাহার, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট এন্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্যবৃন্দ, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, উপদেষ্টা স্থপতি হোসনে আরা রহমান ও জনসংযোগ বিভাগের পরিচালক সঙ্গীতশিল্পী লিলি ইসলাম-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।