Most popular university in Bangladesh

Message from Head

ড. জোবায়ের মোহাম্মদ ফারুক​

বিভাগীয় প্রধান

প্রিয় সুধী, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি, সু-স্বাগতম ও শুভেচ্ছা। বাংলা ভাষা ও সাহিত্যের আলোকিত ও সমৃদ্ধ জগত অধিকার করে আছে বাংলা বিভাগ। যুগ যুগ ধরে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন বহু প্রথিতযশা কবি ও সাহিত্যিকরা। বাংলা সাহিত্যের রয়েছে সুদীর্ঘ ও প্রাচীন ইতিহাস।প্রাচীনযুগের চর্যাপদ থেকে শুরু করে আধুনিক কালের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কবি জীবনানন্দ দাশসহ অসংখ্য কবি সাহিত্যিক বাংলা সাহিত্যকে সৃষ্টিমুখর করে গেছেন বিভিন্ন সময়ে।মাতৃভাষা বাংলার মাধ্যমে সাহিত্যের এই অপরূপ শৈল্পিক জগতের সাথে পরিচিত করার সুবর্ণ সুযোগ তৈরি করে বাংলা বিভাগ।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির স্থায়ী ক্যাম্পাসের মনোরম পরিবেশে পাঠদানের ব্যবস্থা আছে। পাশাপাশি বাংলা বিভাগের শিক্ষকরা পাঠদানের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। শিক্ষার্থী বান্ধব পরিবেশে এখানে পাঠদানের চেষ্টা করা হয়। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির গ্রন্থাগারে রয়েছে বাংলা ভাষা সাহিত্যের পর্যাপ্ত সংখ্যক গ্রন্থাবলী। এটিও শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রভূত সাহায্য করে থাকে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগ থেকে পাঠ গ্রহণ করে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন। এ বিভাগ থেকে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মধ্যে আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, আছেন ব্যাংকার কিংবা সংবাদকর্মী। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ। বাংলা সাহিত্যের শিল্পিত জগতের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি বাংলা বিভাগে অধ্যয়ন করে চাকুরীর ক্ষেত্রে নিজেকে যোগ্য প্রমাণ করারও সুযোগ রয়েছে। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহবান জানাচ্ছি, বাংলা বিভাগে পাঠ লাভের সুযোগ গ্রহণের জন্য।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই।